রায়ে বলা হয়েছে, যেহেতু ওয়াসা আইনের ৪৮ ধারা অনুসারে বিধি প্রণয়ন না করে ঢাকা ওয়াসা বোর্ড বেআইনিভাবে পানির দাম বাড়িয়ে কার্যকর করেছে এবং আইনটির ১০(ঙ) ধারার সঙ্গে ২০১০ সালে প্রণীত ওয়াসা কর্মকর্তা-কর্মচারীর চাকরি প্রবিধিমালার অসামঞ্জস্যপূর্ণ ৩৪(৩) প্রবিধির মাধ্যমে উৎসাহ ভাতাও কার্যকর করে ফেলেছে, তাই সেগুলো মার্জনা করে দেওয়া হলো। কিন্তু বিধি প্রণয়ন না করা পর্যন্ত পানির দাম নির্ধারণ বা উৎসাহ ভাতা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হলো।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। আর ঢাকা ওয়াসার পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাসুম ও সাঈদ মাহসিব হোসেন।
রায়ের পর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আজ উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চ বিধিবহির্ভূতভাবে পানির মূল্য নির্ধারণ ও পারফরম্যান্স বোনাস দেওয়াকে অবৈধ ঘোষণা করেছেন। যেহেতু অন্যায় কাজগুলো পূর্বেই সমাপ্ত হয়েছে তাই সেসব বাতিল না করে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ভবিষ্যতে বিধি ছাড়া যেন পানির মূল্য নির্ধারণ করা না হয় এবং পারফরম্যান্স বোনাস দেওয়া না হয় সে মর্মে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’
গত বছর ২৭ এপ্রিল ঢাকা ওয়াসা বোর্ডের ২৯১তম সভায় পারফরম্যান্স অ্যাওয়ার্ড (উৎসাহ বোনাস) দেওয়ার সিদ্ধান্ত হয়। করোনা মহামারি-পরবর্তী ২০২০-২১ অর্থবছরের পারফরম্যান্সের জন্য ঢাকা ওয়াসার স্থায়ী, চুক্তিভিত্তিক ও প্রেষণে নিয়োজিত কর্মকর্তা এবং কর্মচারীদের তিনটি মূল বেতনের সমপরিমাণ অর্থ বোনাস দেওয়া হবে।
আর গত বছর ২৫ জানুয়ারি অনুষ্ঠিত ২৮৬তম সভায় কর্মীদের একটি মূল বেতনের অর্ধেক ইন্টেরিম (অন্তর্বর্তীকালীন) পারফরম্যান্স বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। সব কর্মকর্তা-কর্মচারীর সাড়ে তিনটি পারফরম্যান্স বোনাস দিতে সংস্থাটির ব্যয় ধরা হয় ১৯ কোটি টাকার বেশি। তার আগে আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে ঢাকা ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয় ঢাকা ওয়াসা বোর্ড; যা গত বছর ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।
তখন ঢাকা ওয়াসা বোর্ডের এই সিদ্ধান্তে আপত্তি জানায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আবাসিকে ২৫ শতাংশ এবং বাণিজ্যিক সংযোগে ১৯ শতাংশ পর্যন্ত পানির দাম বাড়াতে চায় তারা। এ জন্য স্থানীয় সরকার বিভাগে প্রস্তাবও পাঠায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর-প্রতিবেদন যুক্ত করে গত বছর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেছিলেন ক্যাবের প্রয়াত চেয়ারম্যান স্থপতি মোবশ্বের হোসেন। প্রাথমিক শুনানির পর আদালত গত বছর ১৬ আগস্ট রুলসহ আদেশ দেন। অন্তর্বর্তী আদেশে উৎসব ভাতা ও পানির দাম বাড়ানোর সিদ্ধান্তে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
আর কর্মকর্তা-কর্মচারীদের পারফরম্যান্স বোনাস কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ওয়াসা আইন, ১৯৯৬-এর বিধান অনুসারে বিধি প্রণয়ন না করে পানির দাম নির্ধারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। স্থানীয় সরকার সচিব, ঢাকা ওয়াসা বোর্ড, ঢাকা ওয়াসা চেয়ারম্যানসহ বিবাদীদের কাছে রুলের জবাব চাওয়া হয়। এ দুটি রুল যথাযথ ঘোষণা করে রায় দিলেন উচ্চ আদালত।