জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে জমকালো শিশু আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে খেলাঘর ঢাকা মহানগর উত্তর।
১৭ মার্চ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে উত্তরার ডিয়াবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে খেলাঘর ঢাকা মহানগর উত্তরের এই শিশু আনন্দ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাঘরের চেয়ারপারসন অধ্যাপক মাহফুজা খানম। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় খেলাঘরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী।
খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক লুৎফর রহমান, রেজিস্টার, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন।
খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আরিফ প্রধানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খেলাঘর ঢাকা বিভাগীয় সমন্বয়কারী শিহাব ইকবার, খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি হুমায়ুন কবির, বিহঙ্গ খেলাঘর আসরের সভাপতি এম এম ইব্রাহিম খলিলসহ বিভিন্ন আসরের সভাপতি এবং সম্পাদক মন্ডলী।
খেলাঘরের ভাইবোনদের পরিবেশনায় জাতীয় সঙ্গীত ও খেলাঘর সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন খেলাঘরের চেয়ারপার্সন অধ্যাপক মাহফুজা খানম।
সবশেষে খেলাঘর ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বিভিন্ন আসরের ভাইবোনদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট