1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যন্ত্রাংশ চুরি, প্রকৌশলী আটক!

ঢামেক সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ২৭ মার্চ, ২০২৩
ঢামেক হাসপাতাল থেকে সেমিনারী যন্ত্রাংশ চুরির অভিযোগে আটক প্রকৌশলীকে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেমিনারী যন্ত্রাংশ চুরির অভিযোগে এক প্রকৌশলীকে আটক করা হয়েছে। তার নাম মো. জাকির হোসেন (৩২)। তিনি পেশায় বিএসসি ইঞ্জিনিয়ার। আজ সোমবার দুপুরে ঢামেক হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় ফিজিক্যাল মেডিসিন বিভাগের সামনে থেকে চিকিৎসকরা তাকে আটক করেন। পরে কর্তব্যরত আনসার সদস্যের কাছে তাকে হস্তান্তর করা হয়।আটক প্রকৌশলী গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার আবুল কালামের ছেলে। বর্তমানে লালবাগ চেয়ারম্যান গলিতে এলাকায় থাকত সে।

জানা গেছে, গত ১৫/১৬দিন আগে ঐ বিভাগের আল্ট্রাসাউন্ড (থেরাপি) মেশিনের একটি যন্ত্রাংশ চুরি হয়। এ চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। আজ সোমবার দুপুরে ঐ যুবককে বিভাগের চিকিৎসক দেখতে পেয়ে আটক করেন। সিসিটিভির ছবির সঙ্গে তার মিল রয়েছে বলে জানিয়েছেন আনসারের প্লাটুন কমান্ডার আব্দুর রউফ।হাসপাতালে পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এই ছেলে এর আগে এই হাসপাতালে সিসিটিভি লাগানোর কাজ করেছে। এবং এ সমস্ত মেশিন সম্পর্কে সে সবই জানে। এ সব মেশিন মেরামতের কাজও করে সে। যে যন্ত্রাংশটি (প্রোব) চুরি হয়েছিল, তার আনুমানিক মুল্য ৬০/৬৫ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews