‘চলো গর্জে ওঠে প্রলয়ের ঝঙ্কারে, মুক্ত করি সকল বাধা বিদ্রোহী এ প্রাণে।’ এ স্লোগানকে সামনে রেখে আজ সকাল ১০ টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদের আয়োজনে ৫২ তম স্বাধীনতা দিবস ও সত্যেন সেন গণসংগীত প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী শিল্পীদের পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর বগুড়া জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লব এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র কমরেড আমিনুল ফরিদ, বগুড়া জেলা উদীচীর সহ-সভাপতি এ্যাডভোকেট লুৎফর রহমান, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি ছাব্বির আহমেদ রাজ প্রমুখ।
আলোচনার শুরুতে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, “স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে যাবার পরেও অর্জিত হয়নি শোষণমুক্ত সমাজ , দূর হয়নি বৈষম্য ও মৌলবাদ। বরং আমরা হারিয়েছি ভোটাধিকার ও বাক স্বাধীনতা, ক্ষত বিক্ষত করেছি ৭২ এর সংবিধান। গণমানুষের অধিকার আদায়ে উদীচী শিল্পীগোষ্ঠী জন্ম লগ্ন থেকেই প্রতিবাদী গান নাটক সহ শিল্পের অনুষঙ্গ নিয়ে কাজ করে আসছে। মৌলবাদ-সাম্প্রদায়িক অপশক্তি, অপসংস্কৃতি ও নোংরা রাজনীতি থেকে দেশকে রক্ষা করার প্রত্যয়ে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে উদীচী দৃঢ় প্রতিজ্ঞ।”
এছাড়া বক্তারা আলোচনা সভা থেকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত করা এবং জামায়াত শিবির সহ সকল সাম্প্রদায়িক সংগঠনের রাজনীতি নিষিদ্ধকরণের দাবি জানান।”
আলোচনা সভা শেষে উদীচীর শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন এবং সত্যেন সেন গণসংগীত প্রতিযোগিতায় (বগুড়া জেলা পর্যায়ে) ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী শিল্পীদের পুরস্কার বিতরণ করা হয়।