বৃষ্টির কারণে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টির দৈর্ঘ্য কমে ১৭ ওভারে নেমে এসেছে। টসে হেরে ব্যাট করতে নেমে ঝড় তুলেছেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। লিটন হাঁকিয়েছেন ১৮ বলে ফিফটি, যা বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড। এর আগে ২০ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল।প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৬ ওভারে বিনা উইকেটে ৮৩ রান। লিটন দাস ২১ বলে ৫৪ ও রনি তালুকদার ১৫ বলে ২৭ রানে ব্যাট করছেন।