এছাড়াও বুধবারের এ সভায় ব্যাংকটির ডিএমডি আলতাফ হোসেনকে এএমডি হিসেবে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আকিজ উদ্দিনকে ডিএমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ব্যক্তিগত সচিব।
এদিকে, নব নিযুক্ত ডিএমডি আকিজ উদ্দিন তিনি তার পেশাগত জ্ঞান, দক্ষতা ও সততার নিদর্শনসহ ২০টি সূচকের ওপর ভিত্তি করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শুদ্ধাচার পুরস্কার পেয়েছিলেন গত বছর। আকিজ উদ্দিনের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে। তিনি বর্তমানে স্বপরিবারে ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে রয়েছেন। তিনি আরো কিছুদিন পর ওমরাহ হজ পালন শেষে দেশে ফিরে আসলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন বলে ব্যাংক সূত্রে জানা গেছে।