লড়াই সংগ্রাম ঐতিহ্য ও গৌরবের সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বৃহত্তর যশোর জেলা (যশোর, ঝিনাইদহ, মাগুড়া,নড়াইল) পুণর্মিলনীর লক্ষে “এসো মিলি মুক্তির পতাকায়” এই শ্লোগান ধারণ করে রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়। আজ ১ এপ্রিল যশোর পৌর কমিউনিটি সেন্টারে সকাল ১১ টায় রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা (ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনী) ও প্রবীণ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ।
অনুষ্ঠান পরিচালনা করেন পূণর্মিলনী কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মো.আফজাল হোসেন দোদুল, বীর মুক্তিযোদ্ধা আয়নাল হোসেন, মাহবুবুর রহমান মজনু, বীথিকা সরকার, মো.মনজুরুল ইসলাম মুন্নু, সৌমেশ মূখার্জী, ছাত্র ইউনিয়ন, জেলা আহবায়ক, আকরাম হোসেন।
আগামী ২৭ মে ২০২৩ শনিবার দিনব্যাপি বৃহত্তর যশোর জেলার পূণর্মিলনী অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশন উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহত্তর যশোর জেলার প্রাক্তন ছাত্র ইউনিয়নের সদস্য রেজিস্ট্রেশনের জন্য আহবান করা হলো। যোগাযোগ: ০১৭১৬-৯৯০১৬৬, ০১৭১১-১৫৩৭৩০
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট