গতকাল বুধবার (৫ এপ্রিল) এসংক্রান্ত একটি আদেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যান্ড এমআরপি অনুবিভাগের সহকারী সচিব জি এম ইফতেখার স্বাক্ষরিত এসংক্রান্ত আদেশে (জিও) উল্লেখ করা হয়, গত ৪ এপ্রিল ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী (১৮২ ঢাকা-৯) নিজের অধিকারে থাকা কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আবেদন করেন। সেই সঙ্গে তার অনুকূলে একটি সাধারণ পাসপোর্ট ইস্যু করার জন্য অনাপত্তি সনদ (এনওসি) প্রদানের আর্জি জানান। এ পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তার ব্যবহার করা পাসপোর্টটি বাতিল করা হয়। সেই সঙ্গে তার অনুকূলে একটি সাধারণ পাসপোর্ট ইস্যু করতে অনাপত্তি দেওয়া হয়।
এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বরাবর সরকারি আদেশের (জিও) একটি অনুলিপি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।