1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

পহেলা বৈশাখে বিহঙ্গ খেলাঘর আসরের কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
বিহঙ্গ খেলাঘর আসরে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও পুরষ্কার তুলে দেন খেলাঘর কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ। ছবি- রাকিব

খেলাঘর ঢাকা মহানগর উত্তরের আয়োজনে শিশুদের বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বাছাইপর্বে আজ রাজধানীর আদাবরে বিহঙ্গ খেলাঘর আসরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আদাবর থানার শেখেরটেকে ইউএইচ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯ টায় এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ইউএইচ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ছাড়াও রোজ কিন্ডাগার্টেন এন্ড হাইস্কুল, রয়েল আইডিয়াল হাইস্কুল, শ্যামলী পাবলিক স্কুলের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বিহঙ্গ খেলাঘর আসরের সভাপতি এমএম ইব্রাহিম খলিলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক তাহাজুল ইসলাম ফয়সাল, খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি হুমায়ুন কবির, খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সম্পাদক সোহেল আহমেদ খান, বিহঙ্গ খেলাঘর আসরের উপদেষ্টা অ্যাড. শেখ আব্দুল্লাহ, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, অর্থ সম্পাদক ফারিয়া আক্তার, সমাজ কল্যাণ সম্পাদক পূর্ণিমা আক্তার, পাঠাগার সম্পাদক জেসমিন আক্তার, সাহিত্য সম্পাদক সাথী আক্তার।

প্রতিযোগিতায় চিত্রাঙ্কণ প্রতিযোগিতার তিন বিভাগে ১৫ জন এবং আবৃত্তি প্রতিযোগিতার দুই বিভাগে ১০ জন মোট ২৫ জন প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছেন। আগামী ৬ মে ২০২৩ খ্রি.  প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ঢাকা শিল্পকলা একাডেমিতে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিহঙ্গ খেলাঘর আসরের সাংস্কৃতিক সম্পাদক মোঃ শামিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews