একই তলার রানা গার্মেন্টের মালিক গোলাম মাওলা স্বপন বলেন, ঈদ চেনার জন্য ২৫ লাখ টাকার মাল তুলেছিলাম ধারদেনা করে। সব পড়ে ছাই হয়ে গেছে। আমি এখন ধারদেনা শোধ করবো কিভাবে। নিজের পরিবারকে কিভাবে চালাবো। আমি ফকির হয়ে গেলাম।এদিকে নিচতলায় ঘুরে দেখা গেছে, সেখানে আগুন না এসে পৌঁছলেও ফায়ার সার্ভিসের ছিটানো পানি জমে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচতলায় দোকানগুলোতে দেড় থেকে ২ ফুট পর্যন্ত পানি জমে আছে। এতে করে নিচে স্তুপ করে রাখা মালামাল নষ্ট হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। এ ছাড়া কালো ধোয়ায় অধিকাংশ মালামাল নষ্ট হয়ে গেছে বলে জানান তারা।
এদিকে ফায়ার সার্ভিস জানায় নিউ মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিভিন্ন বাহিনীর ২৫ জন সদস্য আহত হয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, নিউ মার্কেটের আগুনের ঘটনায় এখন পর্যন্ত (বিকেল ৪টা ৪০ মিনিট) ফায়ার সার্ভিসের ১৪ জন, বিমান বাহিনী ও আনসারের ১ জন করে ২ জন সদস্য ঢামেকে চিকিৎসার জন্য এসেছেন। ধোঁয়ার কারণে অসুস্থ হওয়ায় তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া নিউ মার্কেটের কর্মচারী ও মালিকদের মধ্যে ২০ জন চিকিৎসা নিয়েছেন।