এই প্রতিযোগীতায় দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানারআপ এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ হয়েছেন।
এক সাক্ষাৎকারে নন্দিনী জানান, তার জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হলেন ভারতের বিখ্যাত ব্যবসায়ী রতন টাটা। তিনি মানবতার জন্য সবকিছু করেন এবং তার আয়ের বেশির ভাগ দাতব্য প্রতিষ্ঠানে দান করেন। নন্দিনী আরও জানান, প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্য্য ও তার কাজ তাকে দারুণভাবে অনুপ্রাণিত করে।