এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে বিজিবি মার্কেটের আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে যায়।
এর আগে তিনি বলেন, সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে কাজ করে দুটি ইউনিট। পরে আরো ৩টি ইউনিট পাঠানো হয়। তাদের চেষ্টায় বেলা ১১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই আগুন লাগার কারণ ও হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।