এদিকে দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে। রাষ্ট্রপতির পদ থেকে অবসরে যাওয়ার আইন অনুযায়ী তিনি অবসর ভাতা, চিকিৎসার সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সময় খবরের শিরোনাম হয়েছেন মো. সাহাবুদ্দিন। আসন্ন নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তিনি মন্তব্যও করেছেন। গত ১৬ এপ্রিল গুলশানে তাঁর লেখা ‘এগিয়ে যাও বাংলাদেশ’ বইটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, ‘একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য একজন রাষ্ট্রপতি হিসেবে আমার যা করার আমি তা করব।’
নবনির্বাচিত রাষ্ট্রপতি সেদিন আরো বলেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন।…সবাই মুখে মুখে বলছি, নির্বাচন খুব ক্রুশিয়াল হবে। কিন্তু আমি মনে করি, কোনো ক্রুশিয়াল নয়। দেশে একটি সংবিধান আছে। কারো মাথা ঘামানোর প্রয়োজন নেই।’
নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্ম পাবনায় ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর। তাঁর স্ত্রী রেবেকা সুলতানা সরকারের যুগ্ম সচিব হিসেবে ২০০৯ সালে অবসরে যান। সাহাবুদ্দিন-রেবেকা দম্পতির একমাত্র সন্তান মো. আরশাদ আদনান রনি দেশে ও বিদেশে উচ্চতর ডিগ্রি নিয়ে বর্তমানে একটি ব্যাংকে উচ্চপদে কর্মরত।