ট্রাক চালক হাবিব জানান, চট্টগ্রাম থেকে নাটোর পৌঁছাতে ৯ ঘণ্টার মতো সময় লাগে। অথচ ২৩ ঘণ্টা হলো গাড়ি ছেড়েছি এখনো সেতুতে পৌঁছাতে পারিনি। যে যানজট দেখছি আজ পৌঁছাতে পারবো কিনা সন্দেহ।
বাস চালক আব্দুর রাজ্জাক জানান, স্বাভাবিক সময়ে ঢাকা থেকে পাবনা পৌঁছাতে সর্বোচ্চ ৪ ঘণ্টা লাগে। রাত ৯টায় ঢাকা থেকে গাড়ি ছেড়ে জ্যাম ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আসছি। মির্জাপুর থেকে এলেঙ্গা পর্যন্ত জ্যাম তেমন নেই। কিন্তু এলেঙ্গা পার হওয়ার পর তীব্র যানজটে পড়েছি। রাস্তায় তেমন পুলিশ দেখিনি, পুলিশ থাকলে এতো জ্যাম হত না।
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, কয়েকদিন ধরে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। শুক্রবার ভোরে সেতুর ওপরে গাড়ি বিকল হয়ে গেলে মহাসড়কে চাপ আরও বেড়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে সড়ক স্বাভাবিক হবে বলে আশা করছি।