পুলিশ জানায়, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের খুঁটির সংঙ্গে ধাক্কা দেয়। গাড়িটি চালু অবস্থায় ছিল। পরে গাড়ির গ্লাস ভেঙে তাকে উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য জানান। তিনি বলেন, একটি বেসরকারি ব্যাংকের গাড়ি থেকে অচেতন অবস্থায় এক চালককে উদ্ধার করা হয়। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় গাড়ির গ্লাস ভেঙে অচেতন অবস্থায় চালককে উদ্ধার করা হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।