মেট্রো রেলের একটি সূত্র বলছে, চলতি মাসের মেট্রো রেলের সময় বাড়িয়ে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত করা হবে। অফিসগামী যাত্রীদের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। সব কিছু ঠিক থাকলে আগামী ২১ মে থেকে নতুন এই সময়সূচিতে চলবে মেট্রো।
সূত্র মতে, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করে ১০ মিনিট পর পর মেট্রো রেল ছাড়বে। ১১টা এক মিনিট থেকে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো ছাড়বে বিকেল ৩টা পর্যন্ত। পরবর্তী তিন ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রো রেল। সন্ধ্যা ৬টা এক মিনিট থেকে ‘নন-পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পরপর মেট্রো চলবে রাত ৮টা পর্যন্ত।
গত বছরের ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার চালু করা হয়। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।