আহত ওই শিক্ষার্থীর নাম আবু হাশেম (২৩)। তিনি বগুড়া জেলার ধনুট উপজেলার শাহাবুদ্দীনের ছেলে।
তিনি আরো বলেন, তারা তিনজনই শেখেরটেক হাউজিং সোসাইটির ৬ নম্বর রোডে অবস্থিত রহমতে আলম মাদরাসার আরবি সাহিত্যের শিক্ষার্থী। তারা সবাই ওই মাদরাসাতেই থাকেন। এদিন রাতে তারা বাজার করার জন্য বের হয়েছিলেন। মাদরাসা থেকে বের হয়ে কিছু দূর যেতেই তিন ছিনতাইকারী তাদের পথ আটকায়। তারপর তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও দুজনের মোবাইল নিয়ে যায়।
হাশেমের বুকে ও হাতে রক্তাক্ত জখম করা হয়েছে। তিনি ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে।