ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের এক কারাবন্দী হাজতির ঢামেকে মৃত্যু হয়েছে। তার নাম এস এম মহাসিন উল মুলক (৬৮)।আজ শনিবার (২০,মে) ভোরে কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) মহাসিন অসুস্থ হয়ে পড়লে, তাকে ঐ অবস্থায় কারা কর্তিপক্ষের নির্দেশে কারারক্ষী সোহাগসহ কয়েকজন ভোর সাড়ে ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম মৃত বরকতউল্লাহ সরদার।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুবাস কুমার ঘোষ জানান, মৃত বন্দী যুদ্ধাপরাধী ছিলেন।
তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আছারিপুর গ্রামের মৃত বরকত উল্লাহ সরদারের ছেলে।