1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

স্মার্ট বাংলাদেশ গড়তে মিডিয়ার দায়িত্বশীল অংশগ্রহণ জরুরি : স্পিকার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩
গ্রীণ টেলিভিশন’-এর উদ্বোধনী অনুষ্ঠান
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার এই অগ্রযাত্রায় মিডিয়াসহ সকলের দায়িত্বশীল অংশগ্রহণ জরুরি।

আজ শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরা (আইসিসিবি) মিলনায়তনে গ্রীণ মাল্টিমিডিয়া লিমিটেডে আয়োজিত ‘গ্রীণ টেলিভিশন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ, গ্রীণ টিভির পরিচালক আমীন হেলালী প্রমুখ।

অনুষ্ঠানে স্পিকার বলেন, গ্রীণ টেলিভিশনের লোগোতে লাল সবুজের অপূর্ব সমন্বয় রয়েছে। মহান মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ও সঠিক ইতিহাস প্রচারের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গ্রীণ টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেলিভিশনটি বিশ্বমানের অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ড. শিরীন শারমিন বলেন, সকল কার্যক্রম পরিচালনায় পরিবেশকে গুরুত্ব দিতে হবে।কভিড পরবর্তী ‘বিল্ড বেটার, বিল্ড গ্রীনার’ স্লোগানকে প্রাধান্য দিয়ে পরিবেশ সংরক্ষণের বিষয়গুলোতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে কার্যক্রম গ্রহণ করতে হবে এই টেলিভিশনটিকে। আগামীতে তরুণরা সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে তাদের মেধা ও যোগ্যতার সদ্ব্যবহারের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সমর্থ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews