1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

কলকাতার রাস্তায় ফুচকায় মজলেন সারা আলি খান

অদেখা বিনোদন
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ মে, ২০২৩
অভিনেত্রী সারা আলি খান

কলকাতায় এসেছেন অভিনেত্রী সারা আলি খান। তার আগামী চলচ্চিত্র ‘জারা হাটকে জারা বাঁচকে’র প্রচারে কলকাতা সফরে আসেন তিনি। ২৫ মে কলকাতার পথে দেখা গেল তাকে। সবুজ রঙের একটি স্লিভলেস চুড়িদার পরেছিলেন অভিনেত্রী।

কানে ঝুমকা, হাতে চুড়ি পরে একদম ভারতীয় লুকে এদিন ধরা দেন সারা।

তিলোত্তমা নগরী কলকাতার বিশেষ অনেক কিছুর মধ্যে অন্যতম হল স্ট্রিট ফুড এবং মিষ্টি। আর তাই ‘ফুডি’ সারা এদিন শহরের বুকে পা রেখেই স্ট্রিট ফুড খাওয়ার লোভ সামলাতে পারলেন না। অভিনেত্রী সবার আগে বলরাম মল্লিক রাধারমন মল্লিকে যান মিষ্টি খেতে।

মিষ্টিমুখ সেরেই অভিনেত্রীর নজর পড়ে টক ঝাল ফুচকার দিকে। ভিড়ের মধ্যে দাঁড়িয়েই একটার পর একটা ফুচকা খেয়ে চলেন অভিনেত্রী। বাদ দেন না সাংবাদিকদের অনুরোধ মেনে ফুচকা নিয়ে সেলফি তুলতেও।

ফুচকা খেতে খেতেই সারা ফুচকাওয়ালাকে জিজ্ঞেস করেন “ঝালমুড়ি হবে? আমার খুব ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে।

এতদিন পর কলকাতা এসেই উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী বলেন, ‘অনেকদিন পর আমরা সবাই আবার একে অন্যের সঙ্গে দেখা করছি, মুখোমুখি হচ্ছি। বাইরে বেরোচ্ছি। এটার থেকে ভালো কী হতে পারে? খুব ভালো লাগছে আমার। আমার জন্য মিডিয়ায় আমার একটি পরিবার।

ভিকি কৌশলের জন্মদিনের কিছুদিন আগেই মুক্তি পায় এই সিনেমাটির পোস্টার। একই দিনে প্রকাশ্যে আসে এটির নাম। এই সিনেমাতে সারা আলি খানের বিপরীতে দেখা যাবে ভিকি কৌশলকে। সিনেমাটির গল্পে দেখা যাবে কপিল এবং সৌম্যার গল্প। গল্পের প্রেক্ষাপট ইন্দোর। কপিল ও সৌম্যা র বিয়ের পর গোটা পরিবারের সঙ্গে তাদের সুখের সংসার। কিন্তু হঠাৎই সবকিছু গণ্ডগোল হয়ে যায়। কপিল-সৌম্যার সম্পর্ক এতটাই তিক্ততায় পরিণত হয় যে বিবাহ-বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নেন তারা। মামলা আদালতে গড়ায়। এমনই কমেডি ড্রামা নির্ভর চলচ্চিত্র ‘জারা হাটকে জারা বাঁচকে’।

এতে সারা ও ভিকি ছাড়াও রয়েছেন রাকেশ বেদী, শারিব হাশমি, নীরজ সুদ সহ অন্যান্য অভিনেতারা। সিনেমাটি প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস ও জিও স্টুডিও। পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews