বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভা অদ্যই বেলা ১২:০০টায় বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পালের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনীতির মূল চালিকা-শক্তি কৃষি ও কৃষক। কৃষক আজ চরম বঞ্চিতের শিকার। সরকারের দূর্নীতি ও ভূলনীতির কারণে কৃষক তার ন্যায্য-প্রাপ্য থেকে বঞ্চিত। সরকার দফায় দফায় সার, বিদ্যুৎ, ডিজেলের দাম বৃদ্ধি করায় কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।
নেতৃবৃন্দ অবিলম্বে কৃষক সমিতির ১০দফা বাস্তবায়ন করে কৃষি ও কৃষক রক্ষার জোর দাবি জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, কেন্দ্রীয় সদস্য হুমায়ুন কবির, এ্যাড লুৎফর রহমান, জাবেদ হোসেন, বাদল মৈত্র, বীরেন মাহাতো, নাদিম মাহমুদ, কৃষ্ণ মাহাতো, ফিরোজ আখতার পলাশ, মুন্নাফ হোসেন, মোঃ শফিক প্রমূখ নেতৃবৃন্দ।