১৯৮৪ সালে চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী হলে ছাত্র ইউনিয়ন নেতা ও মেধাবী ছাত্র শাহাদাত হোসেনকে জবাই করে হত্যা করে স্বাধীনতা বিরোধী ছাত্র শিবির। শাহদাত ছিলেন ছাত্র ইউনিয়নের ঐ হল শাখার কোষাধ্যক্ষ। তিনি থাকতেন হলের ১৫ নং রুমে। ছাত্র ইউনিয়নের পতাকাকে উর্ধ্বে তুলে এগিয়ে যাচ্ছিলেন।
১৯৮৪ সালের ২৮ মে। ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম কলেজের অন্যতম সংগঠক শাহাদাত হোসেন সে রাতে তার উচ্চমাধ্যমিকের ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে হলে ঘুমোতে যান। গভীর রাত। শাহাদাত ঘুমে। কিছু বুঝে ওঠার আগেই শাহাদাতের হাত-পা ও মুখ চেপে ধরে তার গলায় ধারালো অস্ত্র চালায় শাহদাত এর রুমমেট শিবিরের সন্ত্রাসী হারুন ও ইউসুফ। চট্টগ্রাম কলেজে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে শিবিরকর্মীরা ওই কলেজের মেধাবী ছাত্র শাহাদাত হোসেনকে ঘুমের মধ্যে জবাই করে হত্যা করে। শাহাদাতের অপরাধ ছিল সে হারুন ও ইউসুফের কথায় ছাত্র শিবিরে যোগ দেয়নি! সন্ত্রাসী হারুন ম্যাজিট্রেট এর কাছে স্বীকার করে যে, রাজনৈতিক কারণে শাহদাত কে হত্যা করেছে।
পরবর্তী সময়ে শাহাদাত হত্যাকাণ্ডের জন্য এই দুজনের সাজা হয়।
কিন্তু দু বছর পরই উচ্চ আদালতের রায়ে দুজনে শাহাদাত হত্যা মামলায় সাজাপ্রাপ্ত অবস্থায় জামিনে জেল থেকে বের হয়ে আসে। পরবর্তী সময়ে এই মামলা থেকে হারুন ও ইউসুফ বেকসুর খালাস পেয়ে যায়!
শহীদ শাহদাত এর রক্ত বৃথা যেতে দেব না।
শহীদ শাহদাত এর রক্ত পতাকা হাতে আমরা চলি অবিরাম।