ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার চাপালী গ্রামে পানিতে ডুবে ইব্রাহিম সর্দার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ মে) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইব্রাহিম সর্দার চাপালী গ্রামের ঝন্টু সর্দারের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে বাড়িতে খেলা করছিল শিশু ইব্রাহিম। খেলতে খেলতে পাশের বাড়ির গোয়াল ঘরের আবর্জনা রাখা গর্তের মধ্যে পড়ে যায় শিশু ইব্রাহিম। কিছু সময় পর পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করলে শিশুটি গর্তের মধ্যে পড়ে থাকতে দেখতে পান।
পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শম্পা মোদক জানান, শিশু ইব্রাহিমের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।