গতকাল সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে। গণতন্ত্র মঞ্চের সমন্ব্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রোড মার্চের বিস্তারিত তুলে ধরেন।
সাইফুল হক জানান, সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি, অন্তবর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে এই রোড মার্চের ডাক দেওয়া হয়েছে। কর্মসূচি হিসেবে ৪ থেকে ৭ জুন পর্যন্ত রোড মার্চ হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল ১১টায় গাজীপুর চৌরাস্তায় ও বিকেল ৪টায় টাঙ্গাইলের করাতিপাড়া বাইপাস মোড়ে সমাবেশ হবে। পরদিন সোমবার সকাল ১১টায় সিরাজগঞ্জের শহীদ মিনারসংলগ্ন মুক্তি সোপানে এবং বিকেল ৪টায় বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় সমাবেশ হবে।