ঢাকা-চিলাহাটি রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে নীলফামারির চিলাহাটি রেলওয়ে স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হুইসেল বাজিয়ে ও সবুজ পতাকা নাড়িয়ে নতুন এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। খবর বাসসের
আটশ’ যাত্রী ধারণক্ষমতার নতুন এই ‘চিলাহাটি এক্সপ্রেস’ সপ্তাহে ছয় দিন চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে চলাচল করবে।
মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেলওয়ে সচিব ড. মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের ওপর একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শিত হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট