1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় সোনালী ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন নির্দেশনা মাউশির সোনাতলায় যমুনা নদীর মাঝ দিয়ে স্বেচ্ছাশ্রমে বিশাল রাস্তা নির্মাণ : নদী পারাপারে জনদুর্ভোগ লাঘব সবজির বাজারে উত্তাপ, চড়া দাম মাছ-মুরগির ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস সোনাতলায় গুড্মর্নিং কেজি স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন’ বিষয়ক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত ঢাকায় “ পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরসনে রেমেডিয়াল এডুকেশন” শীর্ষক মতবিনিময় তরুণরা যে বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান—শিক্ষা উপদেষ্টা সংসদে সংরক্ষিত নারী আসন বাড়িয়ে ১৫০ করাসহ সরাসরি নির্বাচনের দাবি

পরী যেটা চাইবে সেটাই চূড়ান্ত -রাজ

অদেখা বিনোদন
  • প্রকাশিত: রবিবার, ৪ জুন, ২০২৩
পরীমনি ও রাজ

আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজের দাম্পত্য জীবন নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন চলছেই। ২০২১ সালের অক্টোবর মাসে এই জুটির বিয়ের পর একটি ফুটফুটে পুত্রসন্তান আলো করে আসে তাদের সংসারজুড়ে। এরপর বিবাহবার্ষিকীর দুই বছর পূর্ণ হওয়ার আগেই বিভিন্ন সময় তাদের বিচ্ছেদের খবর ছড়িয়েছে। সম্প্রতি সুনেরাহ-তিশা-রাজের ভিডিওগুলো প্রকাশ হওয়ার পর থেকেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দুজনের দাম্পত্যজীবন। পরীমনির সঙ্গে রাজের সম্পর্ক এখন কোন পর্যায়ে, এ নিয়ে প্রশ্ন উঠেছে নিয়মিত। যদিও পরীমনি জানিয়েছেন, তার স্বামী রাজ ১০ দিনের বেশি সময় ধরে বাসাতেই নেই। এমনকি তিনি জানিয়েছেন, এটি বিচ্ছেদের ইঙ্গিত কি না তাও বুঝতে পারছেন না।

এদিকে বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমে পরীমনির সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ খোলেন শরিফুল রাজ

সেই সাক্ষাৎকারে পরীমনির সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তাদের সম্পর্ক কোন পর্যায়ে বা টিকবে কি না, তা বলতে পারবেন চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম।

সাংবাদিকদের তাদের সঙ্গে কথা বলতে অনুরোধ করেছেন রাজ। পরীর সঙ্গে থাকা না থাকার ব্যাপারে মন্তব্য জানতে চাইলে রাজ জানান, তার সিদ্ধান্তের চেয়ে পরীর সিদ্ধান্ত জানাটা বেশি গুরুত্বপূর্ণ। পরীমনি কী চায়, সেটা জানা দরকার।

পরী যেটা চাইবে, সেটাই চূড়ান্ত। থাকতে চাইলে থাকবে, না চাইলে বিচ্ছেদ। ভিডিওগুলো সুনেরাহ ছড়িয়েছে নাকি পরীমনি, এ প্রশ্নেরও উত্তর দেননি অভিনেতা রাজ।

এর আগে সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, এসব ভিডিও প্রায় পাঁচ বছর আগের। সুনেরাহ ও তিশা তার কমন ফ্রেন্ড। খুবই ভালো বন্ধু তারা, এর বাইরে কিছুই না। ভিডিও ফাঁসের ঘটনায় অভিনেত্রী সুনেরাহ দাবি করেছিলেন, রাজের আইডি হ্যাক হয়েছে। কিন্তু অভিনেতা রাজ জানিয়েছেন, তার আইডি হ্যাক হয়নি। তার ফেসবুক আইডি থেকে যেসব পোস্ট হয়েছে, সেগুলো তার আইডি থেকে হয়নি। কিন্তু কিভাবে কী হচ্ছে, কিছুই বুঝতে পারছেন না এই অভিনেতা। তবে বিষয়টি খুঁজে দেখার চেষ্টা করছেন রাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews