ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য প্রয়াত সাংবাদিক শফিকুল ইসলামের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে মাহফিলের আয়োজন করা হয়।
শফিকুল ইসলাম ২৩ বছর আগে ২০০০ সালের ৫ জুন ক্যান্সার রোগীকে রক্ত দিতে গিয়ে এক মর্মান্তি সড়ক দূর্ঘটনায় তিনি নিহত হন। তিনি দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক ছিলেন। তার দোয়া ও মোনাজাত
পরিচালনা করেন শহরের ফালাহুল উম্মা ক্যাডেট মাদরাসার পরিচালক মাওলানা মেহেদী হাসান। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি জামির হোসেন, সাধারন সম্পাাদক হাবিব ওসমান, কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ইমদাদুল হক ইন্তা, গ্রামের কাগজের জাহাঙ্গীর হোসেন, গাজী টিভির জেলা প্রতিনিধি ওয়ালিয়ার রহমান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফ মোল্লা, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান আলী বিপাশ, দৈনিক ইনকিলাবের সাংবাদিক আশিকুর রহমান, যায়যায়দিনের সাংবাদিক বাদশা ফরহাদ ও মুক্তির লড়াই পত্রিকার শাহিনুর রহমান পিন্টু।