বগুড়া জেলার সোনাতলায় অদেখা বিশ্ব অনলাইন নিউজ পোর্টালের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ ১৩ জুন বিকাল ৪ টায় রংধনু শপিং সেন্টারে অদেখা বিশ্বের সম্পাদক সোহেল আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অরুন বিকাশ গোস্বামী, সাবেক অধ্যক্ষ সরকারি নাজির আখতার কলেজ। অন্যান্য অতিথি মন্ডলীর মধ্যে মহসিন আলী তাহা, সভাপতি, খেলাঘর সোনাতলা উপজেলা, আব্দুল মালেক, অধ্যক্ষ ড. এনামুল হক ডিগ্রী কলেজ ও সাধারণ সম্পাদক, সোনাতলা উপজেলা আওয়ামী লীগ, জিয়াউল ইসলাম শান্তু, সহকারী অধ্যাপক বালুয়াহাট ডিগ্রি কলেজ, মোশাররফ হোসেন মজনু, সাবেক সভাপতি সোনাতলা প্রেসক্লাব, নিপুন আনোয়ার কাজল, সভাপতি সোনাতলা প্রেসক্লাব ও কাউন্সিলর সোনাতলা পৌরসভা, ইকবাল কবির লেমন, সম্পাদক বগুড়া বার্তা, আবু মান্নাফ খান সৈকত, সমন্বয়কারী দ্য অলটারনেটিভ ইয়ুথ ফোরাম, মেহেরুল ইসলাম, চেয়ারম্যান, আলোর প্রদীপ।
অনুষ্ঠানে বক্তাগন বলেন, অদেখা বিশ্ব সারা দেশের বিভিন্ন মানুষের না বলা কথা বলবে। অজানা বিষয় প্রকাশ করে মানুষের জ্ঞানের পরিধি বাড়ানোর চেষ্টা করবে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অদেখা বিশ্ব দেশের পাঠকদের মধ্যে একটা উল্লেখ্যযোগ্য সংখ্যক মানুষের মনে অবস্থান তৈরি করতে সংখ্যম হবে বলে আমরা আশা করি।
অনুষ্ঠানের ফুড পার্টনার ফুড এক্সপ্রেস।