1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন

কালীগঞ্জে চেরিশ ফিডের ডিপোকে ৫০ হজার টাকা জরিমানা

মোঃ ফাওজুর রহমান সাবিত, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
মোঃ ফাওজুর রহমান সাবিত, ঝিনাইদহঃ
ঝিনাইদহ কালীগঞ্জে চেরিশ কোম্পানির ডিপোকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কালীগঞ্জ গান্না রোড কৃষি অফিসের পাশে চেরিশ কোম্পানির ডিপোতে অভিযান চালিয়ে এই জরিমানা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) হাবিবুল্লাহ হাবিব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রণীসম্পদ কর্তকর্তা রেজাউল করিম।
দীর্ঘদিন ধরে চেরিশ কোম্পানির পশু ও মাছের খাদ্যের বস্তার গায়ে মেয়াদ উত্তীর্ণ তারিখ ও মূল্য পরিবর্তন করে ডিপো থেকে নিজেরাই ইচ্ছেমত সিল বসিয়ে চাষীদের কাছে বিক্রি করে আসছিলো এমন অভিযোগের সত্যতা মেলে। সেখান থেকে লেটার সিল ও তারপিন উদ্ধার করা হয়। তারই ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত চেরিশ কোম্পানির ডিপো ইনচার্জ প্রশান্ত কুমারকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় কালীগঞ্জ থানার এসআই ফেরদৌসসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) হাবিবুল্লাহ হাবিব জানান, বস্তার গায়ে মেয়াদ উত্তীর্ণ তারিখ ও মূল্য পরিবর্তন করে ডিপো থেকে নিজেরাই ইচ্ছেমত সিল বসিয়ে চাষীদের কাছে বিক্রি করে আসছিলো এমন অপরাধের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews