ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় থ্রি হুইলার অটোরিকশার যাত্রী উজ্জ্বল হোসেন (৪৫) নামে ১ জনের মৃত্যু ও আহত হয়েছে আরো ২ যাত্রী ।
শুক্রবার (৩০ জুন)বিকাল ৬ টার দিকে উপজেলার বেজপাড়া নামক স্থানে সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
জানাগেছে, থ্রি হুইলার অটোরিকশার যাত্রী নিহত উজ্জ্বল হোসেন (৩৭) হলেন শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের মমরেজ শেখের ছেলে।
এছাড়া আহত মিজানুর রহমান শৈলকুপা উপজেলার ঝাউদিয়া গ্রামের আবু তালেবের ছেলে। এ ঘটনায় আহত অপর ১ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।
এ দুর্ঘটনার ব্যাপারে,কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, শুক্রবার বিকাল ৬ টার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা শৈলকুপাগামী একটি অটোরিকশা বেজপাড়া এলাকায় বৃষ্টির মধ্যে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যায়। এতে সেখানে থাকা অটোরিকশার ভিতরে বসে থাকা ৩ যাত্রী গুরুতর আ”হ’ত হয়।পরে সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের কালীগঞ্জ ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি সহ চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ দুর্ঘটনার ব্যপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বিকালে বৃষ্টি সময় সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।এতে একজন নিহত সহ তিনজন আহত হয়েছে বলে তিনি জানান।