ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৭ জুলাই) বেলা তিনটায় ওয়াজির আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আহাদুর রহমান খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য পারভীন জামান কল্পনা, নির্মল চ্যাটার্জি, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ম. আব্দুর রাজ্জাক, সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান ছিন্টু, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, কার্যনির্বাহী সদস্য আদনান সুমন, জাতীয় পরিচয় সদস্য পাপিয়া রায় পাখি, আনিসুর রহমান টিপু।
সংগঠনটির জেলা সদস্য সচিব রানা হামিদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সম্মেলন প্রস্তুত কমিটি ও উপকমিটির নেতৃবৃন্দসহ সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেটসহ অতিথিবৃন্দ।