1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন

ভিপি নুরের নামে শাহবাগ থানায় মামলার আবেদন

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
মুক্তিযুদ্ধ মঞ্চ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে গোপনে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে গণ অধিকার পরিষদের সদস্য-সচিব নুরুল হক নুরের নামে মামলার আবেদন করেছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে শাহবাগ থানায় মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুন এই মামলার আবেদন করেন।

এতে বলা হয়, বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামক তথাকথিত রাজনৈতিক দলের সদস্য সচিব নুরুল হক নুর হজ করার কথা বলে বিদেশে সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অস্বীকৃত ইসরাইল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে নুরুল হক নুরের ছবি ও তার স্বীকারোক্তিমূলক কথোপকথন ইতিমধ্যেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

আল্লাহর পবিত্র কাবা ঘর তাওয়াফের নাম করে বিদেশে গিয়ে ইহুদি চক্রের সঙ্গে হাত মিলিয়ে নুরুল হক নুর প্রকৃতপক্ষে বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির হীন চক্রান্তে লিপ্ত হয়েছে।ইসলামের খোলসে মাথা নাড়িয়ে টুপি পরে জিউয়িশ-জায়নবাদী প্রজেক্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছে এবং সরকারের পদস্থ বিভিন্ন ব্যক্তিকে ফেসবুক লাইভে হুমকি-ধমকি দিচ্ছে।

এজাহার দায়েরের আবেদনে আরো বলা হয়, সম্প্রতি গণঅধিকার পরিষদের আহবায়ক রেজা কিবরিয়ার বক্তব্যে ইসরায়েলের মোসাদের সাথে নুরুল হক নুরের যোগাযোগ ও আর্থিক লেনদেনের বিষয়টি প্রমাণিত হয়েছে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী কুকি চীনের সঙ্গে নূরের যোগাযোগ রয়েছে, যা দেশের প্রচলিত আইন পরিপন্থী এবং শামিল।

জঙ্গি গোষ্ঠীর সাথে নূরের যোগাযোগ প্রমাণ করে নূর বিদেশী শক্তির নির্দেশে জনগণের আবেগকে ব্যবহার করে রাজনীতির নামে প্রকৃতপক্ষে দেশের শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি নষ্ট করতে চায়।

বাংলাদেশ রাষ্ট্র নিপীড়িত ফিলিস্তিনদের অধিকারের পক্ষে সবসময় থাকলেও ইসরাইল ও মোসাদের সহযোগিতায় নুরুল হক নুর ও তার রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ সাধারণ নেতাকর্মীদের উসকে দিয়ে রাষ্ট্রের মধ্যে ঘৃণা, বিদ্বেষ-বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনবলে প্রতিষ্ঠিত বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত।

নুরুল হক নুর রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ সংগঠিত করেছেন বিধায় দণ্ডবিধির ১২৪(ক), ১২০ (খ) ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা আবশ্যক বলে আবেদনে উলে­খ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

সন্ধ্যায় আবেদনের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মোহাম্মদ আবদুল্লাহ বলেন, সিনিয়র অফিসারগণ বসে আবেদনটি মামলা হিসেবে নেওয়া হবে কীনা সিদ্ধান্ত নেবেন।

জানতে চাইলে ওসি নুর মোহাম্মদ বলেন, ‘অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews