1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বৈশ্বিক অর্থায়ন সংকটের প্রেক্ষিতে এনজিওদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা প্রবীন নাট্যকর্মী বাবলু খানের মৃত্যুঃ বিভিন্ন মহলের শোক পশ্চিম বঙ্গের কবি মনিকা রায়ের কবিতার ডায়েরি থেকে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা মতিন কাজীর চিকিৎসার খোঁজ নিলেন ভিপি সাইফুল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশনের সমঝোতা স্মারক স্বাক্ষর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা-বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনাতলায় কৃষকদলের রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত সোনাতলায় মাংস প্রক্রিয়াজাতকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনাতলায় জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভা সচিবালয় দিয়ে সরকারি অফিসে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের যাত্রা শুরু – পরিবেশ উপদেষ্টা

হাসপাতাল ডেঙ্গু রোগী এক দিনে সর্বোচ্চ ভর্তি ৮২০

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ৯ জুলাই, ২০২৩

রাজধানী ঢাকার বেশির ভাগ হাসপাতাল ডেঙ্গু রোগীতে ভরে গেছে। আলাদা ওয়ার্ড বা ইউনিট চালু করেও রোগীর চাপ সামলানো যাচ্ছে না। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বাড়তি শ্রম দিয়েও রোগীদের পর্যাপ্ত সেবা দিতে পারছেন না। এমন পরিস্থিতিতে গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮২০ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ বছর এক দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এটাই সর্বোচ্চ। একই সময় মারা গেছে আরো দুজন।  মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নতুন করে আরো দুটি ওয়ার্ড প্রস্তুত করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে তিনটি ওয়ার্ড খোলা হলেও রোগীর চাপ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।

একই অবস্থা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের। ঢাকার এসব হাসপাতাল ঘুরে দেখা গেছে, শয্যার কয়েক গুণ বেশি রোগী ভর্তি রয়েছে। এসব রোগীর ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝেতে।

মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক কালের কণ্ঠকে বলেন, ‘যে হারে রোগী বাড়ছে, পরিস্থিতি সামাল দেওয়ার মতো যথেষ্ট জনবল বা সুযোগ-সুবিধা নেই।

হাসপাতালের করিডরসহ তিনটি ওয়ার্ড করা হয়েছে, কিন্তু জায়গা হচ্ছে না। নতুন করে আরো দুটি ওয়ার্ড প্রস্তুত করছি।’

হাসপাতালটিতে সক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তিনটি ডেডিকেটেড ওয়ার্ড ব্যবস্থাপনার জন্য চিকিৎসক-নার্সদের যে বাড়তি সেবা দিতে হচ্ছে, এ জন্য চাপ পড়ে গেছে। আমরা সেবা দিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু হিমশিম খাচ্ছি।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সবচেয়ে বেশি ৩৪৭ জন ডেঙ্গু ভর্তি রয়েছে ঢাকার মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

এর পর রয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে ভর্তি ২২৪ জন। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ভর্তি ১৭০ জন এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ৫৫ জন।

ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাজমুল হক বলেন, ‘ডেঙ্গু রোগীর অনেক চাপ, হাসপাতাল ভরে গেছে। দৈনিক ৪০ জনের বেশি ডেঙ্গু রোগী আসে। সব মিলিয়ে বর্তমানে ভর্তি ২০০ জনের বেশি। আবার চিকিৎসকরা কর্মবিরতিতে গেছেন। এতে আমরা চাপের মধ্যে আছি। এখনই ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা দরকার। আমাদের এখানে যত রোগী আসছে, ভর্তি করছি। কিন্তু এখানেও সীমাবদ্ধতা রয়েছে। এ জন্য রোগীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হয়ে উঠছে না।’

সেবা দিতে পারলেও শয্যা দেওয়া কঠিন : স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ট হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. রাশেদ উন নবী বলেন, একজন রোগী ভর্তির পর ছয়-সাত দিন চিকিৎসা দিতে হচ্ছে। এতে শয্যা খালি হতে বেশি সময় লাগছে। অন্যদিকে নতুন রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

তিনি বলেন, ‘আমার এখানে সেবা পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু শয্যা পাওয়া নিয়ে অনেক সমস্যা। আমরা আরো ৩০০-৪০০ রোগীর সেবা দিতে পারব। এতে আমাদের কোনো সমস্যা নেই।’

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৮২০ জন। নতুন রোগীদের নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ১১৮ জন। তাদের মধ্যে মারা গেছে ৬৭ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট দুই হাজার ৫০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে এক হাজার ৭৭৩ জন ঢাকার এবং ঢাকা বিভাগের বাইরের ৭২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযাযী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিল ২৩ হাজার ১৬২ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews