1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বগুড়ায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষায়িত প্রশিক্ষণ পেয়ে জীবন বদলে গেছে আমিনার ও মারুফা দম্পতির ঢাকায় আইএলও কনভেনশন অনুস্বাক্ষর বাস্তবায়ন সম্পর্কিত মতবিনিময় সভা বগুড়ায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত রানীরপাড়া স্কুলে আলোর প্রদীপ সংগঠনের পুষ্টিকর খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ ময়মনসিংহে ‘আদিবাসী শিশুদের শিক্ষা: অংশীজনের প্রত্যাশা’ বিষয়ক মতবিনিময় সভা নেত্রকোণায় নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষা: অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা সোনাতলায় মাদকের ব্যপকতা প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ সোনাতলায় মাদক নির্মূলের দাবিতে নাগরিক কমিটির স্মারকলিপি প্রদান বৈশ্বিক অর্থায়ন সংকটের প্রেক্ষিতে এনজিওদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা

ছাত্রলীগ নেতারা মুচলেকা দিয়ে ছিনতাই মামলার ৪ আসামি ছাড়িয়ে নিলেন

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
ছিনতাই ও শ্লীলতাহানির মামলার এজাহারভুক্ত চার আসামিকে আটকের পর গ্রেপ্তার না দেখিয়ে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছে রাজধানীর নিউ মার্কেট থানা পুলিশ। ঢাকা কলেজ ছাত্রলীগের কয়েকজন নেতার চাপে তাদের রবিবার দিবাগত মধ্যরাতে ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। এর আগে রাত ৮টার দিকে নীলক্ষেতের লাভলী হোটেল থেকে তাদের আটক করে পুলিশ। আটকরা হলো-সাজন, শামীম, পলাশ ও ইসতিয়াক।

তাদের মধ্যে ইসতিয়াক ছাড়া বাকি তিনজন ঢাকা কলেজের আবাসিক ছাত্র। মামলার এজাহারে চারজনেরই শুধু ডাকনাম বলা হয়েছে এবং সবার বয়স ২৪ উল্লেখ করা হয়েছে।

গত রবিবার করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ জুন রাতে আসামিরা ঢাকা কলেজের ফটকের সামনে শুভ্র মাহমুদ জ্যোতি (৩১) নামে একজনকে মারধর, শ্লীলতাহানি করে তার সোনার চেইন ও ৬০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় নিউ মার্কেট থানায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো আটজনের বিরুদ্ধে মামলা করেন জ্যোতি।

মামলার বাদী জ্যোতি মুক্তিযোদ্ধা মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজধানীর বাঙলা কলেজের ছাত্রলীগের সাবেক নেত্রী।

মামলার এজাহারে বলা হয়, ২২ জুন রাত পৌনে ১টার দিকে পরিচিত ছোট বোন মৌসুমী আক্তারকে সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশা দিয়ে হাজারীবাগের তল্লাবাগের বাসায় যাচ্ছিলেন। রিকশাটি ঢাকা কলেজের সামনে গেলে দুইজন হাত উঁচু করে ‘খারাপ অঙ্গভঙ্গি করে শিস দিয়ে’ ডাক দেয়। তাদের উপেক্ষা করে যাওয়ার পরও সেই দুইজন মোটরসাইকেল দিয়ে সামনে গিয়ে তাদের বলেন, ‘বড় ভাই আপনাদের গেইটে ডাকছে, চলেন।

বাদীর ভাষ্য, পরে দুই বাইকার রিকশাওয়ালাকে ঘুরিয়ে গেটে নিয়ে যান। এ সময় দুই তরুণী তাদেরকে ডাকার কারণ জানতে চাইলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, চড়-থাপ্পড় মারা হয়, জামাকাপড় ধরে টানাটানিও করা হয়।

মামলার এজাহারে জ্যোতি লেখেন, এ সময় তারা আমার গলার চেইন টান দিয়ে নিয়ে যায় আর আমি কী করি তা তল্লাশি করার জন্য আমার ব্যাগও নিয়ে নেয় তারা। পরে ব্যাগ ফেরত দেয় এবং বাসায় গিয়ে দেখি ব্যাগে থাকা ৬০ হাজার টাকা নেই।

এ বিষয়ে জানতে মামলার তদন্ত কর্মকর্তা মিন্টু মিয়ার ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। এ ছাড়া থানার ওসি শফিকুল গনি সাবুকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

তবে নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রেফাতুল ইসলাম বলেন, ‘মামলা নেওয়ার পরপরই তাদের আটক করে থানায় আনা হয়। পরে মামলার এজাহারের ঘটনার বিবরণের সঙ্গে সিসিটিভির ফুটেজ যতটুকু পাওয়া গেছে এর মিল পাওয়া যায়নি। তবে এর তদন্ত আমরা অব্যাহত রেখেছি। যেহেতু তাৎক্ষণিক এটা পাওয়া যায়নি, তাই অধিকতর তদন্তের প্রয়োজন। এ জন্য চারজনকে আইন মেনেই নিজ নিজ মুচলেকা প্রদানপূর্বক মুক্তি দেওয়া হয় এবং আদালতকে অবহিত করা হয়েছে। তারা পরবর্তী যেকোনো সময় তদন্ত সাপেক্ষে ডাকা মাত্রই হাজির হবেন বলে মুচলেকা দিয়েছেন।’

ঢাকা কলেজের এই চার শিক্ষার্থীকে থানায় ধরে আনার পর নিউ মার্কেট থানায় অন্তত ২০ জন ছাত্রলীগ নেতা ও শিক্ষক হাজির হন। পরে আনোয়ার হোসেন নামে এক শিক্ষকের কাছে ওই চারজনকে জিম্মায় দেয় পুলিশ।

এ বিষয়ে ভুক্তভোগী নারী শুভ্র মাহামুদ জ্যোতি কালের কণ্ঠকে বলেন, ‘এজাহারভুক্ত আসামি শনাক্তকরণের পর গ্রেপ্তার করে কিভাবে ছেড়ে দেওয়া হয়? সবগুলো সিসিটিভির ফুটেজ সংগ্রহ করলেই তাদের কার্যকলাপগুলো প্রকাশ পাবে। আর সিসিটিভির ফুটেজ না থাকলে কি বিচার হবে না? কিন্তু এগুলোর কিছু না করে আমাকে বলা হচ্ছে, তাদের না ছাড়লে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করবে এবং ওপর মহলের চাপ আছে-এসব কথা। তাহলে ঘটনার পর এত দিন ধরে মৌখিকভাবে থানা পুলিশকে জানানোর পরও ১৮ দিনেও কেন তারা তদন্ত করতে পারেনি।’

তিনি আরো বলেন, ‘আমি থানা পুলিশের কাছে বিচার না পেলে আরো উপরমহল এবং আদালতের দ্বারস্থ হব। নিশ্চয়ই তারা আইনের বাইরে না।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews