হঠাৎ করেই বেশ আলোচনায় রয়েছে ফারহান আখতারের আসন্ন চলচ্চিত্র ‘জি লে জারা’। বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত চলচ্চিত্রগুলোর মধ্যে এটি একটি। কারণ ইতিমধ্যেই সিনেমার নির্বাচিত তিন তারকার দুজনেই শিডিওল জটিলতার কারণে নিজেদের নাম তুলে নিয়েছেন এটি থেকে। প্রথমে প্রিয়াঙ্কা চোপড়া এবং পরবর্তী সময়ে ক্যাটরিনা কাইফ সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন।
তবে শোনা যাচ্ছে, ক্যাটরিনা কাইফ এখনো আনুষ্ঠানিকভাবে সরে যাওয়ার কোনো ঘোষণা দেননি। সর্বশেষ গুঞ্জন অনুসারে, সিনেমাটিতে প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রটির জন্য আনুশকা শর্মার কাছে গিয়েছিলেন ফারহান আখতার। তবে আনুশকাও এই চরিত্রটি করতে অসম্মতি জানিয়েছেন!
বলিউড হাঙ্গামার সর্বশেষ প্রতিবেদন অনুসারে, আনুশকা শর্মাও শিডিউল জটিলতার কারণে এতে অভিনয় করতে অস্বীকার করেছেন। জানা গেছে, আনুশকা নারী নেতৃত্বাধীন এমন জীবনমুখী গল্পের প্রতি আগ্রহ প্রকাশ করলেও শুটিংয়ের সময়সীমা তার শিডিউলের সঙ্গে মেলেনি।
ব্যক্তিগত জীবনের সঙ্গে তার পেশার ভারসাম্য বজায় রাখতে এবং ফারহান যে তারিখগুলো চেয়েছিলেন তা ইতিমধ্যেই অন্য কাজে বরাদ্দ করা ছিল অভিনেত্রীর। এ ছাড়া ক্যাটরিনা ও আলিয়া ভাটের সঙ্গে সম্মিলিত দৃশ্যের শুটিং ডেট নিয়েও জটিলতা রয়েছে অভিনেত্রীর। যার ফলে সিনেমাটিতে অভিনয় করা সম্ভব নয় অভিনেত্রীর পক্ষে। বর্তমানে সিনেমাটির কাজ স্থগিত রেখেছেন ফারহান আখতার।
তিনি প্রথমে আমির খান প্রডাকশনের ব্যানারে নির্মিত ‘চ্যাম্পিয়ন’-এ অভিনয় করবেন এবং এরপর ‘ডন ৩’ পরিচালনা করবেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন রণবীর সিং। প্রথম দুই কিস্তিতে অভিনয় করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় সিনেমাটির বিষয়ে ৬ জুলাই ঘোষণা করা হবে বলে আশা করা হয়েছিল, কিন্তু প্রভাসের ‘সালার’ টিজার প্রকাশ হওয়ায় এটি বিলম্বিত হচ্ছে। খুব শিগগিরই ‘ডন ৩’ সম্পর্কে বিস্তারিত জানাবেন ফারহান আখতার।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট