1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সাইবার সুরক্ষা অধ্যাদেশ হয়রানিমূলক ধারা বাদ, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ সীমিত আরব বসন্ত ও বাংলাদেশ বিশ্বের ক্ষুদ্রতম নদী রো আহমেদ ইমতিয়াজ বুলবুলের ষষ্ঠ মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন শিল্পী আসিফ আকবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এলাকায় গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শুধু রাজস্ব আদায় করবে এনবিআর বাঁওড় ইজারা বাতিল করে জেলেদের স্বার্থে জলমহাল নীতিমালা প্রণয়নে দেশব্যাপী স্মারকলিপি পেশ অভিনয়ের বাইরে র‌্যাম্পেও ঝলমলে রুনা খান অতি বিপ্লবী চিন্তা-ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি কাম্য নয়: মির্জা ফখরুল

কোটচাঁদপুরে জমি দখলসহ জোরপুর্বক পুকুর খননের অভিযোগ

মোঃ ফাওজুর রহমান সাবিত, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের জালালপুর গ্রামে মসজিদ কমিটির সভাপতির বিরুদ্ধে জোরপুর্বক অন্যের জমি দখল ও অন্যের জমিতে জোরপুর্বক পুকুর খননের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ দিলেও কোন সুরাহা হয়নি। ওই গ্রামের মৃত আব্দুল করিম লস্করের ছেলে আবুল ফজল তমাল ঢাকার একটি ইন্স্যুরেন্স কোম্পানীতের চাকুরী করেন। চাকরীর সুবাদে তিনি ঢাকাতেই অবস্থান করেন। সপ্তাহে ও মাসে ২/১ দিন গ্রামে আসেন। বর্তমানে তিনি ওই গ্রামের মসজিদ কমিটির সভাপতি। জালালপুর গ্রামের আলী আজগর অভিযোগ করে বলেন, আবুল ফজল তমাল গ্রামে থাকেন না কিন্তু গ্রামের মানুষ তার অত্যাচারে দিশেহারা। মাঝে মাঝে গ্রামে এসে তিনি এলাকার মানুষের উপর নির্যাতন করেন। জোরপুর্বক জমি দখল, শরিকানা জমির পুকুর জোরপুর্বক খননসহ নানা অত্যাচার করছেন। একই গ্রামের গোলাম রসুল বলেন, আবুল ফজল তমালের বাড়ির পাশে পুকুর রয়েছে। যার মালিক ১৫ থেকে ২০ জন। পুকুরটি ভরাট হয়ে গেছিলো প্রায়। আবুল ফজল তমাল বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য রাতারাতি ওই পুকুর তিনি সংস্কার করেছেন। গোলাম রসুল অভিযোগ করে বলেন, জমি আমার কিন্তু তমাল জোরকরেই আমার জমির খনন করেছে। তাকে বাঁধা দিলেও তিনি কোন কথা শোনেনি। আমার জমির পুকুর তিনি কিভাবে খনন করলো। হাসান লস্কর নামের এক প্রবাসী অভিযোগ করে বলেন, আবুল ফজল তমাল এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। মসজিদের নাম ভাঙিয়ে তিনি পুকুর খনন করেছে। সেই পুকুরে তারকাঁটা দিয়ে ঘিরে দিয়েছে। জমি আমাদের কিন্তু ভোগদখল করছেন তিনি। কিছু বলতে গেলে তার লোকজন আমাদের মারধর করতে আসে। আবুল ফজল তমাল শুধু পুকুর না শরিকানা জমি দখল করে গোডাউন নির্মাণ করেছে। এছাড়াও সরকারি জমি দখল করে তিনি ঘর তৈরী করছেন। এ ব্যাপারে আবুল ফজল তমাল বলেন, পুকুরটি অনেক শরিক। অনেক আগে সকল শরিকরা পুকুরটি মসজিদের নামে দিয়ে দেয় মৌখিক ভাবে। এজন্য পুকুর খনন করা হয়েছে। পুকুরের জমির মালিকরা খননে বাঁধা দিয়েছেন তারপরও কেন খনন করলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের জন্য তো আর পুকুর খনন ফেলে রাখা যায় না। তিনি তার বিরুদ্ধে কিছু মানুষের করা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সুনাম ক্ষুন্ন করতেই এই মিথ্যাচার করা হচ্ছে। এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মেঁ বলেন, এটা পাবলিক মালিকানাধীন পুকুর। সরকারি পুকুর হলে হয়তো আমি ব্যবস্থা নিতে পারতাম। তবে ভুক্তভোগীদের প্রতি পরামর্শ তারা যেন আদালতের দ্বারস্থ হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews