শুক্রবার থেকে এর তীব্রতা কিছুটা বাড়তে পারে। চলতি মাসের ১৮/১৯ তারিখে বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, এটি পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হতে পারে।
আজ দেশের পাঁচ বিভাগের অনেক জায়গায় এবং তিন বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ সহ বৃষ্টি হতে পারে।
ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এমনটা হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্র কিছুটা হ্রাস ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানিবৃদ্ধি অব্যাহত থাকবে।
উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানিও আজ বেড়ে ডালিয়া পয়েন্টে বিপত্সীমা অতিক্রম করতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তরাঞ্চল ও তত্সংলগ্ন ভারতের উজানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় এই অঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। এ ছাড়া ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মার পানিও বাড়বে শনিবার সকাল ৬টা পর্যন্ত।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এক দিন।
ফলে এখানকার নদ-নদীর পানি বাড়লেও বন্যার সম্ভাবনা নেই। উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকায় তিস্তা, ধরলা ও দুধকমার নদীর পানি আজও বাড়তে পারে। তিস্তা নদীতে পানি কিছু সময়ের জন্য বিপত্সীমা অতিক্রম করতে পারে, আবার নেমে যেতে পারে।’