মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডারসেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধিদল শ্রমিক নেতা শহীদুল ইসলাম হত্যার বিষয়টি বাংলাদেশের সঙ্গে আলোচনায় তুলে ধরেছে। গতকাল বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।পরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘আগের সংস্কৃতি নেই যে বিচার হবে না। যেকোনো অপরাধের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার হয়।
এদিকে আমাদের টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, টঙ্গীতে শ্রমিক নেতা শহীদুল ইসলাম শহীদ হত্যা মামলায় আরো চারজনকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ। এ নিয়ে এই হত্যা মামলায় মোট সাতজন গ্রেপ্তার হলো।
শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ গতকাল বৃহস্পতিবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেন।গড