ডিএমপির লাইনওআর নিরস্ত্র পুলিশ পরিদর্শক শাহ মো. আওলাদ হোসেন পিপিএমকে হাতিরঝিল থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে একই আদেশে নিরস্ত্র পুলিশ পরিদর্শক ও হাতিরঝিল থানার ওসি মো. আবদুর রশিদ বিপিএম-সেবাকে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।