বাংলাদেশ কৃষক সমিতি রাজশাহী বিভাগীয় সভা সম্প্রতি বগুড়া উদীচী কার্যালয়ে কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা সন্তোষ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন বলেন, দেশের কৃষি ও কৃষক চরম অবহেলা, দূর্নীতি, স্বজনপ্রীতির কবলে। বরেন্দ্র অঞ্চলে পানি বন্টন নীতি দূর্নীতি গ্রস্থ। উত্তরাঞ্চলের অধিকাংশ জেলায় কৃষক বঞ্চিত। সরকার কৃষি পণ্য ক্রয় কেন্দ্র চালু করতে পারে নি, নদ-নদী দখল ও দূষণ মুক্ত করতে ব্যার্থ হয়েছে। করতোয়া নদী আজ ড্রেণে পরিণত হয়েছে। জীববৈচিত্র্য ধ্বংস করে দেশ -জাতীকে চরম সংকটের মধ্যে ফেলেছে। কৃষক সমিতি দাবি করছে অবিলম্বে কৃষক সমিতির ১০ দফা দাবি মেনে জোড় নেওয়ার দাবি জানান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাকসুর সাবেক ভিপি কৃষক নেতা রাগীব আহসান মুন্না,হুমায়ুন কবির, বীজন সরকার, মস্তফা নুরুল আমিন, সাদিকুল ইসলাম, ইউনুসার রহমান, হাসান আলী, হুমায়ুন কবির, নাদিম মাহমুদ, আলতাফ হোসেন।
সভা পরিচালনা করেন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী শেখ।