1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সাইবার সুরক্ষা অধ্যাদেশ হয়রানিমূলক ধারা বাদ, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ সীমিত আরব বসন্ত ও বাংলাদেশ বিশ্বের ক্ষুদ্রতম নদী রো আহমেদ ইমতিয়াজ বুলবুলের ষষ্ঠ মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন শিল্পী আসিফ আকবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এলাকায় গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শুধু রাজস্ব আদায় করবে এনবিআর বাঁওড় ইজারা বাতিল করে জেলেদের স্বার্থে জলমহাল নীতিমালা প্রণয়নে দেশব্যাপী স্মারকলিপি পেশ অভিনয়ের বাইরে র‌্যাম্পেও ঝলমলে রুনা খান অতি বিপ্লবী চিন্তা-ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি কাম্য নয়: মির্জা ফখরুল

সংগীতশিল্পী বুলবুল মহলানবীশকে ফুলেল শ্রদ্ধায় বিদায়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
রাষ্ট্রীয় সম্মান ও ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয়েছে বরেণ্য সংগীত শিল্পী বুলবুল মহলানবীশকে। তিনি গত ১৪ জুলাই ভোরে জীবনের সবুজ উদ্যান ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার মরদেহ আজ সোমবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় এবং শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে দুপুর ১২টা পর্যন্ত রাখা হয়।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বুলবুল মহলানবীশকে রাষ্ট্রীয় সম্মান জানানোর পর সেখানে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই শ্রদ্ধানুষ্ঠানে বুলবুল মহলানবীশকে শেষ শ্রদ্ধা জানান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিল্পী পরিষদ, উদীচী, সংগীত সমন্বয় পরিষদ, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা, বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন, ছায়ানট, সেক্টর কমান্ডার ফোরাম, নবান্ন উৎসব উদযাপন পরিষদ, আবৃত্তি চর্চা কেন্দ্র, ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, চলচ্চিত্র ও নাট্য নির্মাতা, পত্রিকার সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

এর আগে সকাল ৯টার দিকে বুলবুল মহলানবীশের মরদেহ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হয়। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সবুজবাগ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির অন্যতম শিল্পী বুলবুল মহলানবীশ। তাঁর জন্ম ১৯৫৩ সালের ১০ মার্চ বিক্রমপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন তিনি। সংগীতচর্চা ছাড়াও দীর্ঘ দিন শিক্ষকতাও করেছেন তিনি।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একসঙ্গে কাজ করেছিলেন বুলবুল মহলানবীশ ও তিমির নন্দী। শ্রদ্ধা নিবেদন শেষে শিল্পী তিমির নন্দী বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করেছি। আমাদের দেশের মানুষের অনেক চাওয়া ছিল তার কাছে। কিন্তু তিনি অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেলেন। তার এই চলে যাওয়ায় আমরা একজন অভিভাবক হারালাম, তেমনি দেশ একজন রত্ন হারাল।’ গুণীজন ও মুক্তিযোদ্ধাদের জীবিত থাকা অবস্থায় রাষ্ট্রীয় সম্মান দেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews