দলটির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, সোয়া ১১ টায় পদযাত্রা শুরু করে বিএনপি নেতাকর্মীরা বাঙলা কলেজের সামনে পৌঁছালে তাদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। এই সময় পদযাত্রাকারীরা ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দেয়।
দুই পক্ষের মধ্যে খানিক সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
এই ঘটনার মধ্যেও পদযাত্রা এগিয়ে যাচ্ছে পুরোনো ঢাকার বাহাদুর শাহ পার্কের দিকে। এমনটিই জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা।