রাজধানীর মহাখালীর রসুলবাগ পেট্রোল পাম্পের গলির এক গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৮জুলাই) দিবাগত রাত ১টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।
মঙ্গলবার (১৮ জুলাই) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন। ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, মহাখালী রসুলবাগ পেট্রোল পাম্পের গলির একটি গ্যারেজে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
প্রাথমিকভাবে আগুন লাগারগ কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট