স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে সহিংসতা বন্ধে প্রয়োজনে সরকার সেনাবাহিনী ব্যবহার করা হবে। তিনি বলেন, ‘আমরা যে কোনো মূল্যে সেখানে শান্তিরক্ষার জন্য কাজ করব। আমরা এ ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল, আমাদের সক্ষমতাও বাড়াচ্ছি। রোহিঙ্গা ক্যাম্পে তারা যেন অশান্তি সৃষ্টি করতে না পারে সে জন্য আমাদের সব কিছু প্রস্তুত রয়েছে।’
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের আবাসিক প্রতিনিধি তাঁর একজন সঙ্গীকে নিয়ে এসেছিলেন। তারা মূলত রোহিঙ্গা ক্যাম্পে যে সহিংসতা বাড়ছে, সে জন্য কথা বলেছেন। সেখানে আমাদের সেনা ও বিজিবি সদস্যরা রয়েছেন। সহিংসতা কেন হচ্ছে? তিনি সেনাবাহিনীর এসওপির কথা বলেছেন, সেটা আমরা ফলো করছি কিনা? সব নিয়ে খোলামেলা কথা হয়েছে। আমরা এটাই বলেছি, ছোট একটি জায়গায় ১ দশমিক ২ মিলিয়ন মানুষ বাস করে। বিভিন্ন ধরনের সমস্যা তো এখানে থাকবেই। সেসব সমস্যা থেকে তৈরি হবে সহিংসতা। সহিংসতায় শুধু তারাই মারা যাচ্ছে না, আমাদের সেনাবাহিনীর একজন দক্ষ অফিসারও মারা গেছেন। এয়ারফোর্সের একজন দক্ষ অফিসার মারা গেছেন। আমরা এ ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল, আমাদের সক্ষমতাও আমরা বাড়াচ্ছি, যাতে কিলিং বন্ধ হয়।’রোহিঙ্গা ক্যাম্পে সবসময় সেনা সদস্যরা দায়িত্বে থাকেন বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যদি প্রয়োজন হয় আমরা সেনা সদস্যদের ব্যবহার করব। সেই এসওপি আমরা তৈরি করেছি। আমাদের সবকিছু প্রস্তুত রয়েছে। এখানে তারা যেন অশান্তি সৃষ্টি করতে না পারে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট