1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সাইবার সুরক্ষা অধ্যাদেশ হয়রানিমূলক ধারা বাদ, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ সীমিত আরব বসন্ত ও বাংলাদেশ বিশ্বের ক্ষুদ্রতম নদী রো আহমেদ ইমতিয়াজ বুলবুলের ষষ্ঠ মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন শিল্পী আসিফ আকবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এলাকায় গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার শুধু রাজস্ব আদায় করবে এনবিআর বাঁওড় ইজারা বাতিল করে জেলেদের স্বার্থে জলমহাল নীতিমালা প্রণয়নে দেশব্যাপী স্মারকলিপি পেশ অভিনয়ের বাইরে র‌্যাম্পেও ঝলমলে রুনা খান অতি বিপ্লবী চিন্তা-ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি কাম্য নয়: মির্জা ফখরুল

ডেঙ্গু ইস্যুতে স্বাস্থ্যমন্ত্রী ও ২ মেয়রের পদত্যাগ চায় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী  জাহিদ মালেক এবং ঢাকা দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ দাবি করে তাদের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পুরানা জাতীয় প্রেস ক্লাব চত্বরে ডেঙ্গু প্রতিরোধে সরকার ও সিটি করপোরেশনের সীমাহীন ব্যর্থতার প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে সিপিবির কেন্দ্রীয় নেতারা এ দাবি করেন।

সমাবেশে সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডা. এম এ সামাদ বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপস ও উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই তাদের পদত্যাগ করা উচিৎ। বর্তমানে দেশের ৫৯টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।’

তিনি আরো বলেন, ‘ডেঙ্গু রোগী নিয়ন্ত্রণে ২০২১-২২ অর্থবছরে ঢাকার দুই সিটি করপোরেশনের ১০২ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ৬৫ কোটি টাকা বরাদ্দ করলেও তার কোনো প্রভাব ডেঙ্গু বিস্তারের ওপর পড়েনি। অর্থাৎ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি।’

সিপিবির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, ‘ডেঙ্গুর মহামারিতে মানুষ মরছে, এর দায় সরকার ও সিটি করপোরেশনের।

অবিলম্বে ঢাকার দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং ডেঙ্গু আক্রান্তদের সরকারি খরচে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার দাবি জানাচ্ছি।’

বর্তমান অবস্থায় ডেঙ্গু পরিস্থিতি জাতীয় দুর্যোগ ঘোষণা দিতে সারা দেশে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে এডিস মশা নিয়ন্ত্রণ এবং আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবিও করেন তারা।

বক্তারা বলেন, সিটি করপোরেশন যেভাবে জরিমানা করছে তা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে দেওয়ার প্রচেষ্টা। সরকার ও সিটি করপোরেশন তাহলে কী করছে? তারা কী ডেঙ্গু নিয়ন্ত্রণ করছে, নাকি ডেঙ্গু বিস্তারে কাজ করছে?গ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews