ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বিএনপির উদ্দেশ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেছেন, বিদেশিদের কাছে ধর্না দিয়ে লাভ নেই, লাঠিসোটা নিয়ে রাজপথে নেমেও ক্ষমতায় আসা যাবে না। কেউ ক্ষমতায় বসিয়ে দেবে না। ক্ষতমায় আসতে হলে শান্তিপূর্ণভাবে নির্বাচন করে নির্বাচনে জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে হবে। তিনি বলেন, লাঠিসোটা আমাদেরও আছে, আমরাও লাঠিসোটা নিয়ে রাজপথ নামতে পারি। কিন্তু আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। শান্তিপূর্ণভাবে রাজনীতি করলে পুলিশও বাধা দেবে না। আমরাও বাধা দেব না। সহাবস্থান বজায় থাকবে। তিনি বলেন, বিগত বিএনপির সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিবারের সাথে ঈদের নামাজ পর্যন্ত পড়তে পারেনি। সাড়ে ১৪ বছর আওয়ামী লীগ ক্ষমতায়। সেই তুলনায় আপনারা অনেক ভালো আছেন। তাই বলবো, সহিংস রাজনীতি বাদ দিয়ে শান্তিপূর্ণ নির্বাচনে আসেন। মানুষের কাছে যান, ভোট চান। তিনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন, প্রতিহিংসার রাজনীতি করার চেষ্টা করলেই প্রতিহত করা হবে। বুধবার বিকালে শহরের পায়রা চত্বর থেকে একটি মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড: আজিজুর রহমান, ইসরাইল হোসেন, অন্যতম সদস্য গোলাম সরোয়ার খান সউদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড: আককাস উদ্দিন, মাসুদ আহমেদ সনজু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, অশোক কুমার ধর, আছাদুজ্জামান আছাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাড: ইসমাইল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আনিচুর রহমান খোকা, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস,জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাদশা আলম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড: মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুর পারভেজ তুষার, দপ্তর সম্পাদক অ্যাড: বিকাশ কুমার ঘোষ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাড: আব্দুল মালেক, মহিলা বিষয়ক সম্পাদক শাপলা ইসলাম, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু, সাংস্কৃতিক সম্পাদক আতিকুল হাসান মাসুম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন সাবু, শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, সদস্য আহাদুর রহমান খোকন, উপদপ্তর সম্পাদক শাকিল আহমেদ, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহ্বায়ক রাশিদুর রহমান রাসেল, যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড: সালমা ইয়াসমিন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, রাধারণ সম্পাদক রানা হামিদ, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন, সাধারণ সম্পাদক আল-ইমরানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট