এ সময় প্রধানমন্ত্রী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে আগামী বছরের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তাদের সঙ্গে খারাপ আচরণ না করতে অভিভাবকদের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, যারা কৃতকার্য হতে পারেনি, তাদের একটা কথাই বলব-হতাশ হওয়ার কিছু নেই। হতাশা মানুষের আরো ক্ষতি করে। আগামীতে যেন ভালোভাবে পাস করা যায়, সেভাবে তারা প্রস্তুত হবে-সেটাই আমি আশা করি। একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করলেই ভালো রেজাল্ট করতে পারবে।
অকৃতকার্যদের বকাবকি না করে তাদের পড়াশোনায় মনোযোগী করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, অভিভাবকদের বলব, ছেলেমেয়েরা ফেল করেছে বলে বকাবকি করবেন না কখনো। তাদের আরো আদর দিয়ে, ভালোবাসা দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করান। অযথা অমুকের ছেলে এই ভালো রেজাল্ট করল আর তুমি পারলা না কেন-এই তুলনাটা যেন না করেন। ঢ়এটা করা ঠিক না।
প্রধানমন্ত্রী বলেন, যারা অকৃতকার্য হয়েছে তাদের প্রতি আরো সহানুভূতিশীল হয়ে, তারা যেন পড়াশোনায় মনোযোগ দেয় সেটি অভিভাবকরা বিশেষ করে দেখবেন। শিক্ষকদের বলব, তাদের প্রতি আরো মনোযোগী হোন, ভবিষ্যতে যেন তারা কৃতকার্য হয়।


 
																
								
                                    
									
                                 
							
														







 
												 
												 
												 
												






