ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় তালাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ভবনের সংষ্কারের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে । সঠিক সময়ের প্রায় একবছর অতিক্রম হলেও হস্তান্তর করতে পারেনি স্কুলের ভবন।
জানা যায় ২০২২ ইং সালের শুরুতেই ৭৭,০০,০০০০/-( সাতাত্তর লক্ষ) টাকা বরাদ্দের স্কুল ভবনে সংষ্কারের কাজটি শুরু করেন ( বিশিষ্ট ঠিকাদার মিজানুর রহমান মাসুম মিঞার ভাতিজা) ঠিকাদার রানা। স্কুল ভবন সংষ্কার করে হস্তান্তর করার কথা ছিলো ২২শে নভেম্বর ২০২২ ইং তারিখের মধ্যে,কিন্তু নির্ধারিত সময়ে তিনি যে কাজ করেছেন তা সম্পূর্ণ দ্রুটিপূর্ণ হওয়াতে তা গ্রহন করেনি কোটচাঁদপুর উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান।
সরেজমিনে উপস্থিত হয়ে দেখা যায় ভবনের ছাদে ফটল ধরেছে তাছাড়াও অন্যান্য কাজেও রয়েছে ভুলত্রুটি, কোনো রকমে গোজামিল দিয়ে কাজ সারার পায়তারা করছেন নিযুক্ত ঠিকাদার রানা।
কোটচাঁদপুর তালসার প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল ও সভাপতি মোঃরবিউল ইসলাম সাংবাদিকদের জানান এতো টাকা বাজেটের কাজে ঠিকাদার রানা তার স্বেচ্ছাচারিতায় গোঁজামিল দিয়ে কাজ করছেন, আমরা তার কাজে কোনো ভাবেই সন্তুষ্ট হতে পারছি না। স্কুলের কাজ শেষ করার কথা ছিলো গতো বছরের নভেম্বর মাসে,অথচ একবছর পার হয়ে গেলেও এখনো কাজ শেষ করতে পারেনি। ইদানীং ভবনের ছাদে ফাটল দেখা দিলে, কোটচাঁদপুর উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান তা পুনরায় আবার সংষ্কারের নির্দেশ দিয়েছেন ঠিকাদার রানকে।
স্কুলের ভবন সংষ্কারের কাজে চরম অনিয়ম দুর্নীতির বিষয়ে কথা হয় নিযুক্ত ঠিকাদার রানার সাথে,তিনি সাংবাদিকদের জানান, আমি ওখানে কখনো যায়নি, তাই কাজের বর্তমান অবস্থা কি সেটা বলতে পারছি না। সংষ্কারের কাজে অনিয়মের কারনে ভবনের ছাদে ফাটল হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে ঠিকাদার রানা সাংবাদিকদের জানান আমার কাজের সাইটে ইঞ্জিনিয়র আছে যদি কিছু যানতে হয় তাকে ফোন দিয়ে জানুন আমি কখনো ওই সাইটে যায়নি তাই কিছু বলতে পারবো না।
এদিকে কাজের সাইটে যে ইঞ্জিনিয়ার ছিলেন তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। ঠিকাদার রানার কাজে অনিয়ম দুর্নীতির বিষয়ে কথা হয় কোটচাঁদপুর উপজেলা প্রকৌশলী মিজানুর রহমানের সাথে তিনি সাংবাদিকদের জানান,ঠিকাদার রানার কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতি পেয়েছি,ত্রুটিপূর্ণ কাজ হস্তান্তর করতে আমাকে অনেক ধরাধরি করেছে এবং করছে, কিন্তু আমি তাকে পাত্তা নিইনি। এই রানার অধিকাংশ কাজের সাইটেই অনিয়ম দুর্নীতির প্রমান আমরা পেয়েছি, এভাবে চলতে থাকলে তার কাজের লাইসেন্স বাতিলের ব্যবস্থা করা হবে।
তালসার বাজারের স্থানীয় বাসিন্দা শেখ রোকন উদ্দিন সাংবাদিকদের বলেন কোটচাঁদপুর উপজেলার মধ্যে ঠিকাদার রানা যতোগুলো এলজিইডির কাজ করেছে তার সবগুলোতেই সীমাহীন দুর্নীতি অনিয়ম করেছে, প্রভাবশালী ঠিকাদার হবার কারনে তিনি কাউকেই কেয়ার করেন না,তার বিরুদ্ধে কেউ কথা বলতে গেলেই মামলা হামলার শিকার হতে হয়। এই সকল দুর্নীতিবাজ ঠিকাদারের কারনে সরকারের দুর্নাম হয়,সরকার তো টাকা ঠিকি দিচ্ছেন কিন্তু এই ধরনের প্রভাবশালী ঠিকাদার লুটপাট করছে হরহামেশাই। স্থানীয় জনগণের দাবি স্কুল ভবনের কাজ যথাযথ ভাবে তদারকির মাধ্যমে বুঝে নেওয়া হোক ও নির্ধারিত সময়ে কাজ বুঝে না দেবার জন্যে যথাযথ পদক্ষেপ গ্রহন করা হোক।