ইরানি চলচ্চিত্র নির্মাতা শাহরাম আসাদি পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় ১৯৯৫ সালে। কারবালা প্রান্তরে হযরত ইমাম হোসেন (রা:)ও তার পরিবারের শাহাদাতকে স্মরণ করে সিনেমাটি নির্মিত হয়। সিনেমার মূল গল্প: নওমুসলিম আবদুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পর বিয়ে করার প্রস্তুতি নেয়।কিন্তু বিয়ের আসরে বসার সঙ্গে সঙ্গে কানে গায়েবী আওয়াজ শুনতে পায় । কেউ একজন আব্দুল্লাহর কাছে সাহায্য চাইছে।কিন্তু কে তার কাছে সাহায্য সেটা তখনও আবদুল্লাহ আবিষ্কার করতে পারেনি।এক পর্যায়ে বাধ্য হয়ে বিয়ের আসর উঠে ঘোড়া ছুটিয়ে ছুটতে শুরু করে মরু প্রান্তরে। আওয়াজটা যে দিক থেকে আসছে সে দিকে ছুটতে শুরু করে। অনেক পথচারি সঙ্গেও দেখা হতে থাকে আব্দুল্লাহর।এভাবে মরু প্রান্তরে ঘোড়া ছুটিয়ে অনেক সময় অতিক্রম হয়ে যায়। একপর্যায়ে তার হবু স্ত্রী রাহেলার ভাইরা থাকে খুঁজে খুঁজে মরু প্রান্তরে আবিষ্কার করে।এবং আবদুল্লাহকে হত্যার সিদ্ধান্ত নেয়। আবদুল্লাহ সব কিছু ভেঙ্গে বলতে শুরু করলে রাহেলা তার ভাইদের বাঁধা দেয়। এবং আবদুল্লাহকে খাবার,পানি ও অস্ত্র দিয়ে পুনরায় পাঠিয়ে দেয়।আস্তে আস্তে আবদুল্লাহ ইমাম হোসেনের খোঁজ করতে করতে জানতে পারে তার শাহাদাত সম্পর্কে। তারপর আবদুল্লাহ তার পরিবারে ফিরে যায় এবং তার পরিবারকে ইমাম হোসেনের শাহাদাত সম্পর্কে বলতে থাকে সত্যের পতাকা হাতে। একটি রূপক গল্পের উপস্থাপনের মাধ্যমে আস্তে আস্তে উঠে আসে ইমাম হোসেন রা: এর শাহাদাত এবং ইসলামের ইতিহাসের একটি অংশের করুণ অধ্যায়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট