মা হওয়ার প্রসঙ্গ এলেই তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলিউড অভিনেত্রীরা। শারীরিক সৌন্দর্য ধরে রাখতে বিয়ের পরপরই মা হতে নারাজ অনেকে। এদিক থেকে কিয়ারা আদভানির চিন্তাভাবনা যে অনেকের চেয়ে আলাদা– মা হওয়ার ইচ্ছা প্রকাশ করে সে কথাই জানান দিলেন।
অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে এই অভিনেত্রীর বিয়ে হয়েছে মাত্র পাঁচ মাস। অথচ এখনই মা হতে চান কিয়ারা। তাঁর এ ইচ্ছার কথা শুনে অনেকেই অবাক। আরও বেশি অবাক, যখন সবাই জানলেন– নবজাতকের জন্য যতটা না এ ইচ্ছা, তার চেয়ে মা হওয়ার বাসনা ডায়েট ভাঙার জন্য।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কিয়ারা বলেছেন, ‘মা হলে যা ইচ্ছা খেতে পারব। মানতে হবে না কঠিন ডায়েট। নিয়মিত শরীরচর্চাও করতে হবে না। আরামে দিন কাটবে। এর চেয়ে ভালো লাগার বিষয় আর কী হতে পারে!’ কিয়ারা এ-ও জানিয়েছেন, ছেলে বা মেয়ে নিয়ে আলাদা কোনো ভাবনা নেই। সুস্থ সন্তান কোলে এলেই তিনি খুশি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট